সিনিয়র রিপোর্টার- মোঃ আব্দুর রাজ্জাক :
দিনাজপুরের ঘোড়াঘাটে ব্র্যাক ব্যাংকের বিরাহিমপুর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট ২০২৩) দুপুর ১২ টায় উপজেলার বিরাহিমপুর (গুচ্ছগ্রাম) এলাকার হাজী মার্কেটের দ্বিতীয় তলায় এ আউটলেট শাখার উদ্বোধন করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ শাহ এর সভাপতিত্বে ও মোছা. চামেলী আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু, ব্র্যাক ব্যাংকের দিনাজপুর রিজিয়নের টিম লিডার আবু সাঈদ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা, গাইবান্ধা এরিয়ার এআরও আব্দুর রাজ্জাক প্রমুখ। এ আউটলেট শাখার এজেন্ট হিসেবে রয়েছেন ঘোড়াঘাট উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান সবুজ।
এ সময় ঘোড়াঘাট উপজেলার সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, এনডিএফ- এর ঘোড়াঘাট শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান মাসুদ সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমান রঞ্জু, সমাজসেবক নজির উদ্দিন, এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।
Discussion about this post