মোহাম্মদ কমরুদ্দিন – চন্দনাইশ :রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষার কোন বিকল্প নেই। সত্যিকারের মানুষ হতে হলে তোমাদের মধ্যে মানসিক বিকাশ ঘর্টাতে হবে৷মানুষকে সত্যিকারের মানুষ হতে হলে একে অপরের পাশে থাকতে হবে, আত্মীয় ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকতে হবে, এবং একে অপরের প্রতি সহমর্মিতা থাকতে হবে।এই গুনগুলো না থাকলে তোমরা সত্যিকারের মানুষ হতে পারবে না। বিত্তের পিছনে না ঘুরে বুকে চিত্তকে ধারণ করতে হবে । সঠিক সমযে সঠিক কাজ করতে হবে।
গত শনিবার ১৯ ( আগষ্ট ) চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী সাংগু ক্লাবে অনুষ্ঠিত কনফিডেন্স প্লাস কোচিং এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান উপ কমিটির সাবেক সদস্য ও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাষ্টি চেয়ারম্যান চন্দনাইশ- সাতকানিয়া ( আংশিক) এলাকার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল কৈয়ূম চৌধুরী এসব কথা বলেন।
তিনি আর ও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা। এ কারখানা রক্ষনাবেক্ষনের দায়িত্ব তোমাদের।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেওঁচিয়া মুজাহেরুল ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওয়ারেদুল্লাস, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী দুলাল, চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগনেতা জাহিদুল ইসলাম জাহি, ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, কোচিং এর শিক্ষক আবু ফয়েজ, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ আনাস সিদ্দিকী, আতিকুর রহমান শহীদ, হাসান রাসেল, শুভ রাজ, রিদুয়ান আলী নুর, আব্দু নুর, ছাত্রলীগনেতা যতক্রমে সাজিব, হিরু, তাহমিদ, আফ্রিদি, তানভীর সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে শতাধিকA+ পাওয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রেষ্ট বিতরন করেন অতিথিরা। পরে বিদায় শিক্ষার্থীদের জন্য সফলতা কামনা করে দোয়া করা হয়।
Discussion about this post