রুপন দত্ত –দক্ষিণ জেলা যুবলীগের শোক সমাবেশে বিশাল কর্মী বাহিনী নিয়ে অংশগ্রহণ করেছেন আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু।
শনিবার (১৯ আগস্ট ) বিকেল ৪টায় বিশাল কর্মী বাহিনী নিয়ে শোক সমাবেশে যোগদেন এই যুবলীগ নেতা। হাজার হাজার নেতাকর্মীদের সরব উপস্থিতি পরিলক্ষিত হয় মিছিলে।
শোক সমাবেশে অংশগ্রহণের পূর্বে যুবলীগ নেতা অনুপম চক্রবর্তী বাবু বলেন, বিরোধীদলের সব সমালোচনাকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সারা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে দেখিয়েছেন। আর আনোয়ারা কর্ণফুলীর মাটি ও মানুষের নেতা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উন্নয়ন কর্মকান্ডে প্রধানমন্ত্রীর সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো জাবেদ ভাইকে নৌকা মার্কায় জয়ী করতে হবে। আর সেই লক্ষ্যে আনোয়ারা উপজেলা যুবলীগের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছেন। শোক সভার মিছিলে আনোয়ারা উপজেলার ১১ টি ইউনিয়নের যুবলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
Discussion about this post