রুপন দত্ত –
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যাগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরণ সভায় দক্ষিণ জেলা যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ এইচ এম ওসমান গনি রাসেল এর নেতৃত্ব আসা মিছিল যেন এক জনসমুদ্র।
শনিবার (১৯ আগষ্ট) কর্ণফুলী উপজেলার ক্রসিং থেকে হাজার হাজার কর্মীসহ মিছিল সহকারে তিনি আব্দুল জলিল চৌধুরী কলেজ মাঠে সমাবেশস্থলে উপস্থিত হয়।
এর আগে এক বক্তব্য নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আমরা জাবেদ ভাইয়ের সৈনিক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সফল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়ন এর ধারাকে অব্যাহত রাখতে হবে। সেজন্য যুবলীগ প্রস্তুত।
Discussion about this post