রুপন দত্ত – চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় গিয়ে স্ট্রোক করে মো. হেফাজুর রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগষ্ট) বিকেল চারটার দিকে উপজেলা আ. লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় গিয়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মামুনুর রশীদ।
মৃত আ.লীগ নেতা হেফাজুর রহমান উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি বরুমছড়া ইউনিয়ন আ.লীগের মিছিল সহকারে শোক সভায় যোগ দেন। পরে সভাস্থলে তিনি বুকে ব্যাথা অনুভব করে মাঠিতে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তার সহযোগীরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুনুর রশীদ বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিল বলে পারিবারিক ভাবে জানতে পেরেছি। মেডিকেলে আনার আগেই তার মৃত্যু হয়।
শোক সভা শেষে হাসপাতালে ছুটে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। এসময় তার সাথে ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বরুমছড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন চৌধুরী, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন প্রমুখ।
Discussion about this post