এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়াঃ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও মৃত ব্যক্তিদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন লোহাগাড়া সমিতি-চট্টগ্রাম। শুক্রবার(১৮ আগষ্ট) সকাল ১১ টায় আমিরাবাদ রূপসী ক্লাব ও বিকাল ৪ টায় আধুনগর গ্রীন প্লেইজ কমিউনিটি সেন্টার থেকে এসব ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। সমিতির সহ-সভাপতি ও ত্রাণ বিতরণ বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সমিতির অর্থ সম্পাদক ও ত্রাণ বিতরণ বাস্তবায়ন উপ-কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রীস মিয়া, সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, ফজল আহমদ হারুন, ডাঃ মোঃ শাহ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু তালেব, যুগ্ম সম্পাদক ইস্কান্দর মির্জা, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সাহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফৌজুল কবির ফজলু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক আরফাত হোসেন বিপ্লব, ধর্ম সম্পাদক আলহাজ্ব মো: ইসমাইল ও নির্বাহী সদস্য মো: আবু তাহের, আব্বাস উদ্দিন প্রমূখ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, লোহাগাড়া সমিতি চট্টগ্রাম একটি সেবামূলক সংগঠন এই সংগঠন থেকে প্রতিবছর নানা দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে থাকে। ভবিষ্যতে ও এই দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বন্যা দুর্গত এলাকার অসহায় দরিদ্র মানুষ ত্রাণ সামগ্রী পেয়ে শোকরিয়া আদায় করেন এবং লোহাগাড়া সমিতি চট্টগ্রামের প্রশংসা করেন।
Discussion about this post