সিনিয়র রিপোর্টার- মোঃ আব্দুর রাজ্জাক :
গাইবান্ধা সাঘাটার, খামার পবনতাইড় (পালপাড়া) গ্রামের শ্রী সুজীত কুমার পালের কিশোরী কন্যা (১৬) কে অপহরণ করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান বাদীর এজাহার ও ঘটনার বিবরণে জানা যায় কিশোরী কন্যা, উপজেলার সাঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণীতে পড়ালেখা করেন , কলেজে যাওয়া আসার পথে কিশোরী কন্যাকে আব্দুর রশিদ নামের এক যুবক প্রেমের প্রস্তাব দিয়া উত্যক্ত করিয়া আসিতেছিল, বিষয়টি কিশোরী কন্যা তাঁর বাবাকে জানালে, তখন কিশোরীর বাবা উক্ত যুবককে তাঁর উক্তরুপ কার্যকালাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।
এরই ধারাবাহিকতায় গত (১০ আগস্ট ২০২৩) কিশোরী কন্যা কলেজে যাওয়ার পথে সকাল অনুমান ০৯.২০ মিনিট সময়ে জৈনক আজাহার আলীর বাড়ীর নিকট পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র পূর্বথেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা জোর পূর্বক কিশোরীকে সিএনজি গাড়ীতে তুলে নিয়ে দ্রুত গতিতে বগুড়ার দিকে চলে যায়।
পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কিশোরীর বাবা অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান না পেয়ে, উপজেলার পবনতাইড় (ঘোলডোবা) গ্রামের আইয়ুব হোসেনের পুত্র মোঃ আব্দুর রশিদ (২৩)সহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে ১৪ আগস্ট ২০২৩ ইং তারিখে থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ৭/৯৭।
বি ডি এম ডাব্লুর সভাপতি জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ওনাদের নিকট ঘটনার বিষয় জানতে চাইলে ওনারা বলেন অতি দ্রুত মেয়েকে উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনা হবে।বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অতি দ্রুত নাবালিকা মেয়েকে উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ নাবালিকা মেয়ের সন্ধান বা অপরাধীদের গ্রেফতার করতে পারেনি।
Discussion about this post