রুপন দত্ত – আনোয়ারা : আজ আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের শোকসভা, উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী জাবেদ
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শোক সভাকে ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তৃণমূলের নেতা কর্মীরা কয়েক দিন ধরে শোক সভা সফল করতে আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়ন চষে বেড়িয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শোকসভাকে জনসভায় রূপান্তর করতে নিরলসভাবে কাজ করছেন তারা। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। এদিকে মাইকিং সহ প্রচার-প্রচারণা চলছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। দীর্ঘদিন পর খোলা মাঠে শোকসভা নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছে।
অন্যদিকে আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে নেতাকর্মীদের মধ্যে শোক সভায় আসার ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী জানান, শোকসভার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি শোকসভা জনসভায় পরিণত হবে।
Discussion about this post