চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রাম চন্দনাইশে বরকল ইউনিয়ন প্রবাসী ক্লাবের উদ্যোগে বরকল ইউনিয়ন এলাকায় বন্যায় কবলিত অসহায় প্রায় ২শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ (১৭ ই আগষ্ট বিকালে) কানাইমাদারী শান্তির হাট প্রবাসী ফোরামের নিজস্ব কার্যালয়ে ফোরামের প্রতিষ্টাতা সদস্য উপদেষ্টা আলী আকবর এর সভাপতিত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন প্রবাসী ক্লাবের প্রতিষ্টাতা সদস্য উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর,কার্যকরি পরিষদের সহ-সভাপতি মো.ইলিয়াস,নীতি নির্ধারক পরিষদের সহ-সভাপতি ইলিয়াস,সদস্য সাইফুদ্দিন,আবদুল আজিজ,মো.আয়ুব খান,জাহেদ,মো.কামালসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন,আপনারা জানেন,বন্যায় চন্দনাইশসহ এই বরকল ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকার লোকজন খাবার নিয়ে ব্যাপক কষ্টে আছেন। দুর্গত মানুষদের পাশে দাঁড়াতেই আমাদের সাধ্যমত আমরা বরকল ইউনিয়ন প্রবাসী ক্লাবের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।
Discussion about this post