অধিকার ডেক্স :
চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)র আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ-উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগষ্ট) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করে পুনাক।
এসময় চট্টগ্রাম জেলা পুনাকের উপদেষ্টা বুসেরা সামি আক্তার, চট্টগ্রাম জেলা পুনাকের সভানেত্রী শারমিন আক্তার বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন। এসময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম জেলা পুনাকের সহ-সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post