রুপন দত্ত – আনোয়ারা :
আনোয়ারায় বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের নানা আয়োজন উদযাপিত হয়েছে। শোকদিবস উপলক্ষে দোয়া মাহফিল শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বরুমচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছগির আহমদ আজাদ, প্রধান বক্তা আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক।
বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন আমজাদী, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক চৌধুরী নসু, সদস্য শাহাব উদ্দিন হেলাল, রিয়াজ উদ্দীন আহমেদ চৌধুরী , সোহেল সিকদার,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, বরুমচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, বরুমচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এনামুল হক সানি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সওকত আলী মেম্বার, বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজান আলম চৌধুরী টিপু, মাষ্টার কবির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, এদেশ বঙ্গবন্ধু স্বাধীন করেই এদেশের মাটিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এর চেয়ে দূর্ভাগ্য আর কিছু নেই। ১৫ আগষ্টের কালো রাতে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা বিজয় উল্লাস করেছেন। তারা জানতোনা বাঙ্গালী জাতি তাদের কখনো ক্ষমা করবেনা। এই বাংলার মাটিতেই তাদের বিচার করে ইতিহাসকে কলঙ্ক মুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
Discussion about this post