রুপন দত্ত – আনোয়ারা –
বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো খতমে কুরআন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপন, র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেন।
এদিন সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন আনোয়ারা উপজেলা প্রশাসন। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা। এরপর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় উপজেলার কর্মরত সাংবাদিক বিভিন্ন ক্রিড়া ও সামাজিক সংগঠন।
এরপর সকাল সাড়ে ১০টায় বৃক্ষ রোপন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালী, উপজেলা মিলনায়তনে কালোব্যাজ ধারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচীতে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল মুমিন, আনোয়ারা সার্কেল এএসপি কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, কৃষি কর্মকর্তা মোঃ রমজান আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ সোহেল আহমেদ, ফায়ার সার্ভিসের (ইনচার্জ) বেলাল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post