এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়াঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে লোহাগাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে। ১৫ আগস্ট(মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ,বনবিভাগ,পল্লী বিদ্যুৎ সমিতি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভুঁইয়া, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুর মোরশেদ, প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান,উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এরশাদুল হক ভেট্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ সহ অন্যানারা উপস্থিত ছিলেন।একই দিন জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
Discussion about this post