রুপন দত্ত – আনোয়ারা : আগামী ১৮ আগস্ট আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের শোকসভাকে সফল করার লক্ষে আনোয়ারা উপজেলা জাতীয় শ্রমিক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট ) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের হলরুমে আনোয়ারা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো ছৈয়দ এর সভাপতিত্বে ও মোহাম্মদ ফোরকান এর সঞ্চালনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আবদুর রহিম মোঃবশর, মো:নাছির, আলহাজ্ব মামুনুর রশিদ মামুন, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোকাররম, ছৈয়দ নোমান, কামাল, মো: আয়ুব আলী, রনজীৎ চৌধুরী,সিবিএ সভাপতি মো: ফরিদ, মাহমুদুর রহমান মান্না, শাহাজাহান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য আগামী ১৮ ই আগষ্ট আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা উপজেলার কালাবিবি দিঘির মোড়ে অনুষ্টিত হবে। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনোয়ারা-কর্ণফুলী আসানের সংসদ সদস্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
বর্ধিত সভায় শোকসভাকে সফল ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Discussion about this post