আনোয়ারায় চোরাই গরুসহ ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০.০৯.২০২১) রাতে পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হল পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের বেলাল হোসেনের পুত্র মোঃ মামুন (২২) ও একই এলাকার মো. ফরিদুল আলমের পুত্র মোঃ শওকত হোসেন (২৪), অভিযান চলাকালে মোঃ দিদার (৩২) নামের একজন চোর পালিয়ে যায়। আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর জানান, পুলিশের বিশেষ অভিযানে চুরি করা ১টি গরু ও একটি সিএনজিসহ ২ গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অন্য একজন চোর পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমতে অজ্ঞাত ৬/৭ জন চোরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অধিকার / রুডি
Discussion about this post