মোহাম্মদ ওমরফারুক – চন্দনাইশ :
চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া সীমান্ত এলাকায় সাঙ্গু নদীর ক্রমাগত ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৪ আগস্ট) বেলা ১২ টার দিকে তুলাতলী- সেনচর ৪ নং ওয়ার্ডের সাঙ্গু নদীর তীরে প্রায় ১ কিলোমিটার জুড়ে এ মানববন্ধন করা হয়। ভাঙন রোধে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান, মাওলানা কামাল, নাছির উদ্দীন, গিয়াস উদ্দিন, মঈন উদ্দিন, বেলাল উদ্দিন, সিরাজ, জামাল সহ অনেকেই। এসময় বক্তারা বলেন দ্রুততম সময়ে বাঁধ নির্মাণের ব্যবস্থা না নিলে চন্দনাইশের চর বরমা ও সাতকানিয়ার তুলাতলী- সেনচর এলাকার সিংহ ভাগ এলাকা নদিতে তলিয়ে যাবে। ভাঙনের ফলে ঝুঁকিতে রয়েছে শেবন্দী চর-বরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেদায়েতুল ইসলাম নূরানি মাদ্রাসা, দারুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা, কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন এন জি ও দ্বারা পরিচালিত ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান ও শত শত একর চর এলাকার ফসলি জমি।
Discussion about this post