সিনিয়র রিপোর্টার – মোঃ আব্দুর রাজ্জাক :
ঠাকুরগাঁওয়ে সদর থানায় পৌরসভার ঘোষপাড়ার মৃত সচিন্দ্র নাথের পুত্র শ্রী মহাদেব চন্দ্র ঘোষের জমি জোর পূর্বক ভাবে রাস্তা হিসাবে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।
উক্ত বিষয়ে মহাদেব চন্দ্র ৪ জনকে বিবাদী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিবাদীরা হলেন, পৌরসভার ঘোষ পাড়ার, ১। মোঃ হাজী সেলিম (৬৫), ২। মোঃ দেলোয়ার হোসেন (৬০), হাজী সেলিমের পুত্র, ৩। মোঃ সোহেল (৪৫), পুত্র, ৪। মোঃ ইমরান হোসেন (৪০)।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ রিপোর্টারকে জানান,সরজমিনে তদন্ত কালে জানা যায়, বাদীর অভিযোগ ৬ ফিট রাস্তা থাকা সত্ত্বেও আরও ১০ ফিট রাস্তা বাদীর জমির উপর দিয়ে নেওয়ার জন্য বাদীর উপর চাপসৃষ্টি করা হচ্ছে, এবং বিবাদীরা জোর পূর্বক জমি দখলের চেষ্টা করলে বাদী তাঁতে বাঁধা দিতে গেলে বিবাদীরা চরাও হয়ে বাদীকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে গালিগালাজ করে এবং হুমকি ধামকি প্রদান করে।
বি ডি এম ডাব্লুর সভাপতি উক্ত ঘটনার বিষয় জেলা পুলিশ সুপারের নিকট জানালে তিনি বলেন এই ব্যাপারে নীতিগত ব্যাবস্থা নেওয়া হবে।
মানবাধিকার তদন্ত টিম (১১ আগস্ট ২০২৩)সদর থানায় জান, থানার অফিসার ইনচার্জ না থাকায়,উক্ত ঘটনার বিষয়ে থানার ডিউটি অফিসারের সাথে আলাপ আলোচনা করেন ও পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেন, তদন্ত কালে বাদী ও বিবাদীদের ভিডিও জবানবন্দি রেকর্ড করা হয়।
তদন্ত কালে বিবাদীদের নিকট ৬ ফিট রাস্তা থাকা সত্ত্বেও আরও ১০ ফিট রাস্তা কেনো দাবি করছেন জানতে চাইলে বিবাদীরা কোনো সতউত্তর দিতে পারেননি।আর উক্ত ঘটনার বিষয় বিবাদীরা অস্বীকার করেছেন।
Discussion about this post