রুপন দত্ত – আনোয়ারা :
চট্টগ্রাম দক্ষিণজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মঞ্জুর (৪৭) দাফন সম্পুর্ন হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) বিকেলে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের পানির টাংকির মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ যুবদল নেতা দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীনে ছিলেন।মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।রাজপথের আন্দোলন-সংগ্রামের এ নেতা ছিলেন দক্ষ কর্মীবান্ধব একজন সংগঠক।তার জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক এনাম, দক্ষিণজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা আহমদুল আলম রাসেল, উপজেলা বিএনপি আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, যুগ্ন আহ্বায়করা মো. মোজাম্মেল হক ভিপি, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, আবুল কালাম,মো. হুমায়ন কবির চৌধুরী আনছার, মো. ইলিয়াছ কাঞ্চন, ,বিএনপি নেতা এডভোকেট লোকমান শাহ্ ,চট্টগ্রাম দক্ষিণজেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান, আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক ইকবাল হায়দার চৌধুরী,উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহম্মেদ, সদস্য সচিব ফারুক হোসেনসহ,চট্টগ্রাম মহানগর, দক্ষিণজেলা,উত্তর জেলাসহ বিভিন্ন উপজেলার বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Discussion about this post