এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকাল ১১টায় কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
জানা যায়, সারা দেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এ সময় হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজ, ওষুধি ও অন্যান্য গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক উর রহমান, ডা. সুমন চৌধুরী, ডা. শাকিলা আক্তার, ডা. নাছির উদ্দিন, ডা.মোহাম্মদ সোহেল, ডা. শেখ মো. ফয়সাল, সিনিয়র স্টাফ নার্স সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ডা. মোহাম্মদ হানিফ বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। যার ফলে জনজীবনে নানামুখি সংকট দেখা দিচ্ছে। এই সংকট থেকে উত্তরণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করতে হবে।
Discussion about this post