মোঃ সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়াঃ
আমেরিকার সেনাবাহিনীতে যোগদান করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ার মোঃ নুরুল গণি ও রেহেনা বেগমের সন্তান মোঃ রায়ান। সে পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়’র ৯০ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থী মোঃ মুজিবুর রহমান এর ভাগিনা এবং রেহেনা বেগমের পুত্র। রায়ান এর নানার বাড়ি মল্লিক ছোবহান গ্রামের হাজারবিঘার বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিউর রহমান সওদাগরের বাড়ি।
আমেরিকার সেনাবাহিনীতে দক্ষতা ও সুনামের সাথে কাজ করে বাংলাদেশসহ এলাকার মুখ উজ্জল করবে এমনটি প্রত্যাশা লোহাগাড়াবাসীর। এছাড়া তার চাকুরী জীবনে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মল্লিক ছোবহান গ্রামের অন্যতম সামাজিক ও সেবামূলক সংগঠন “দশে মিলে করি কাজ ” র প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল্লাহ চৌধুরী ও সদস্যবৃন্দ।
Discussion about this post