মোহাম্মদ ওমরফারুক -চন্দনাইশ প্রতিনিধি :
স্মরণকালের ভয়াবহ বন্যায় বাসছে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা সহ চট্টগ্রামের অধিকাংশ এলাকা।সপ্তাহব্যাপী ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি সবমিলিয়ে একাকার চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। চন্দনাইশ- সাতকানিয়া সহ আশেপাশের এলাকার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসতবাড়িতে উঠেছে কোমর সমান পানি, দুর্বিপাকে পড়েছে মানুষ। সৃষ্ট দুর্যোগে ত্রানসামগ্রী ও রান্না করা খাবার নিয়ে গতকাল দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন চন্দনাইশ উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। উপজেলা পরিষদের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার শুকনো খাবার বন্যা প্লাবিত এলাকায় বিতরণ করেন। এছাড়া নিজস্ব অর্থায়নে বন্যা প্লাবিত বিভিন্ন এলাকায় ১০০০ এর অধিক পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসয় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েক, মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Discussion about this post