অধিকার ডেস্ক:বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র বিরুদ্ধে দেশের জাতীয় এক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ফিরিঙ্গী বাজার, কোতোয়ালী, জিপিও মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।
৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সাফফাত বিন আমিন এর সভাপতিত্বে ও মোঃ শফিউল আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলের শেষে সমাপনী বক্তব্যে সাফফাত বিন আমিন বলেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুও কেনা সূত্রে এ জমির একজন অংশীদার। তাই তিনি সেখানে গিয়েছেন । উনার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ উদ্দেশ্য প্রনোদিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা অসিউর রহমান, মিনারুল ইসলাম মিনু, আক্তার মিয়া, মো নিয়াজ, শান্তু ঘোষ, আব্দুল আজীজ রিজভী, সুমন শীল, মো আরাফাত, মো শওকত প্রমুখ বক্তব্য রাখেন।
Discussion about this post