এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মল্লিক ছোবাহান হাজির পাড়া গ্রাম।গত ৪/৫ দিনের টানা ভারী বর্ষন ও টংকাভর্তী খালের পাহাড়ী ঢলে বেড়ীবাদ ভেঙ্গে এই এলাকার আনুমানিক ৮০/৯০টি বসত ঘর সম্পুর্ন ভেঙে যায়। এসব ঘরের মধ্যে অধিকাংশ ঘর ছিল মাটির ও অর্ধ পাকা ঘর। ভেঙ্গে যাওয়া পরিবারের সদস্যরা বর্তমানে কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ প্রতিবেশীর বিল্ডিং এ আবার কেউ মাদ্রাসায় আশ্রয় নিয়েছে। অনেকেই করুণ অবস্থায় দিনাতিপাত করছে।এলাকার অন্যতম সামাজিক ও সেবামূলক সংগঠন ‘ দশে মিলে করি কাজ ‘ র প্রতিষ্ঠাতা এম. সাইফুল্লাহ চৌধুরী সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। স্থানীয়রা জানান, এখন পর্যন্ত এ দৃশ্যগুলো দেখতে কোন সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি আসেন নি।আজ(১০ আগষ্ট) বৃহস্পতিবার বিকালে আমিরাবাদের চেয়ারম্যান এস এম ইউনুস এলাকা পরিদর্শন করে গেছেন।এসব ভেঙ্গে যাওয়া বসতঘরের মানুষের কস্টের শেষ নেই। ক্ষতিগ্রস্ত পরিবাররা ভেঙ্গে যাওয়া বাড়ি থেকে কিছুই বের করতে পারেনি বলে জানান।
স্থানীয়রা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ও বিত্তবানদের সুদৃষ্ঠি কামনা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার(রুঃদাঃ) মোহাম্মদ শাহজাহান জানান,গতকাল রাতে ওই এলাকায় পরিদর্শন করেছি। এলাকায় কিছু পরিবারকে শুকনো খাবার দিয়েছি। পরবর্তীতে আরো দেওয়া হবে জানান।
Discussion about this post