রুপন দত্ত :চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদূর্গত মানুষের মাঝে ভালোবাসার উপহার দিলেন “রজায়ী ফাউন্ডেশন”।
আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী রজায়ী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রজায়ী ত্বরিকত কমিটি বাংলাদেশ এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাপ্তাহিক আধ্যাত্মিক জগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রজায়ী দরবার শরীফ এর প্রতিষ্ঠাতা ও সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী সাহেব গরীব,দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকে অসহায় মানুষকে ভালোবাসার উপহার দিতে পারলে তাঁহার মন মানসিকতা খুবই ভালো থাকে। রজায়ী ফাউন্ডেশন গঠন করে আজীবন নির্যাতিত, নিপীড়িত ও গরীব দুঃখি মানুষের জন্য ভালোবাসার উপহার দেওয়া তাঁহার নেশা।তিনি আজীবন সুন্নিয়তের কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় নিজে না খেয়ে গরীব দুঃখি মানুষের খাওয়ানো এবং ভালোবাসার উপহার দিতে পারলে তাঁহার মনে আত্মতৃপ্তি।
রজায়ী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী সাহেব বলেন- আমার প্রিয় হাবীব (দঃ) সবসময় প্রতিবেশীর খবর নিতেন এবং না খেয়ে খাওয়াতেন তাই আমার প্রিয় হাবীব (দঃ) থেকে শিক্ষা নিয়ে আমার এলাকা তথা দেশের কোন মানুষের অভাব অভিযোগ দেখলে আমি আর বসে থাকতে পারি না তাই আমি বানবাসির জন্য সাধ্যমত আমার প্রতিষ্ঠিত রজায়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে ভালোবাসার উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং আরো বৃহৎ আকারে ভালোবাসার উপহার পৌঁছিয়ে দেওয়া অব্যাহত আছে।
এতে উপস্থিত ছিলেন রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা এস এম নাঈম উদ্দিন রজায়ী, শাহজাদা এস এম ইমাম উদ্দীন রজায়ী, শাহজাদা এস এম মিরু রজায়ী প্রমূখ।
Discussion about this post