এম সাইফুল্লাহ চৌধুরী – লোহাগড়া :
লোহাগাড়ার আমিরাবাদে বন্যার পানির স্রোতে নিখোঁজ অটোরিক্সা চালক মাবুদ এর মরদেহ পাওয়া গেছে চিববাড়ি এলাকায়।
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ চট্ঠলা পাড়ার বাসিন্দা মৃত রহিম বকসুর পুত্র অটোরিকশা চালক আবদুল মাবুদ(৫০) নামে একজনের লাশ পাওয়া গেছে।বৃহস্পতিবার( ১০ আগস্ট) সকাল ১০টার দিকে চিববাড়ি আজিজ মেম্বারের ব্রিকফিলের পাশে তার লাশটি পাওয়া গেছে। গত দু`দিন পুর্বে বন্যার পানির স্রোতে আবদুল মাবুদ নিখোঁজ হয়েছিল বলে জানান তার পরিবারের স্বজনেরা।
Discussion about this post