আমিনুল ইসলাম রুবেল – চন্দনাইশ :
চট্টগ্রাম চন্দনাইশে বরমা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার ৫০০ অসহায় পরিবারের মানুষের মাঝে শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণ করেছে বরমা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। আজ (১০ই আগষ্ট) বৃহস্পতিবার বিকালে তাহার নিজস্ব অর্থায়নে ৫নং বরমা ইউনিয়ন বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এই সব খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বরমা ইউনিয়নের টেক পর্যবেক্ষক মীর ইমরান হোসেন,ইউপি সদস্য মুহশিন,মুফিজুল ইসলাম,মধু সুধন দত্ত, জয় দেব গাঙ্গুলি,আ.লীগ নেতা বাহাদুর,নাজিম উদ্দিন,কুতুব উদ্দিন,সেলিম উদ্দিন,যুবলীগ নেতা আসাহাব উদ্দিন হিরু,মো.আদর হোসেন,মো.নয়ন,রিজবী,ছাত্রলীগ নেতা শিহাব,খোকা,বাবু,কাঠ ব্যবসায়ি মজিবুর রহমান,ফারুক,রহিম,জাকির হোসেনসহ স্থানীয় আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান খোরশেদ আলম টিটু বলেন,ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কখনোই হতাশ হবেন না। আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও তার নির্দেশনায় আমি সর্বদা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি আরো বলেন, বন্যায় হতাশ না হয়ে সবাই মিলে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।
Discussion about this post