রুপন দত্ত – আনোয়ারা :চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি অনুয়ায়ী মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেছে উপজেলা যুবলীগ।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবু অনুপম চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নিজামুল হক ও সাইফুল ইসলাম ও রেজাউল করিম চৌধুরী আনিস, বারশত ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এস,এম জাবের আহম্মদ, রায়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাষ্টার এম,এ, হান্নান, আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কায়সার, আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আদিত্য দাশ শুভ, আনোয়ারা সদর ইউনিয়ন যুবলীগের সদস্য শ্যামল চৌধুরী,জয় বিশ্বাস,এস,এম সাপলা, সবুজ দত্ত,ও হাইলধর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য মুহাইমিন রিয়াদ ও খালেদ মাহমুদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এবং পলাতক আসামী তারেক রহমানের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপি’র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে।
পরে উপস্থিত নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইশতিয়াক ইমন এর কাছে ১৫ আগস্ট ও ২১ আগস্টের মাস্টারমাইন্ডদের বিচার ও সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের দাবিতে তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
Discussion about this post