রুপন দত্ত :বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব শুধু ছাত্রজীবনেই নয়, রাজনৈতিক জীবনেও সর্বদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। বঙ্গবন্ধু যখন মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে অন্তরীন থেকেছেন, তখন বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রলীগ, আওয়ামী লীগকে ক্রান্তিলগ্নে দিক নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তরালে থেকে পরামর্শ প্রদান করেছেন বঙ্গমাতা। ঐতিহাসিক ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, জাতির পিতার ৭মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানসহ জাতির বিভিন্ন সন্ধিক্ষণে বঙ্গমাতার সময়োচিত পদক্ষেপের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বিজয় ও দেশের স্বাধীনতা লাভ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দু:স্থ ও অসহায় মহিলাদের মাঝে নিজ উদ্যোগে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন ওয়াসিকা আয়শা খান এমপি।
ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন চিরকাল। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে জীবন গঠনের আহ্বান জানান ওয়াসিকা আয়শা খান।
এসময় অন্যান্যদের মধ্যে সাবেক চেয়ারম্যান আবদুল গফ্ফার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা স্বপন ধর, দক্ষিণ জেলা তাঁতি লীগের সহ সভাপতি আজিজুল হক আজিজ, নুরুল ইসলাম, ইউপি সদস্য কাজী ফেরদৌস, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিন দাশ রাহুল, ছাত্র নেতা নাজিম উদ্দীন ছোটন, আবু তৈয়ব রাসেল, আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post