এম.সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়াঃ
উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যার পানির স্রোতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীর নাম জুনায়েদুল ইসলাম জারিফ (২২)। সে ওই এলাকার জুলফিকার আলী ভুট্টুর পুত্র এবং বিজিসি ট্রাস্ট বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র।৮ আগষ্ট (মঙ্গলবার) বেলা ৩টার দিকে উপজেলার আমিরাবাদের জনকল্যাণ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।সূত্রে জানাযায় গতকাল দিবাগত রাত ২টার দিকে বন্যার পানি বেড়ে যাওয়ায় মা-বাবাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য বের হয়েছিল তাদের পুত্র জারিফ। এ সময় পথিমধ্যে বন্যার পানির তীব্র স্রোতে তলিয়ে যায় সে।তার নিখোঁজের খবর পেয়ে স্থানীয় এলাকার লোকজন নিখোঁজের পর থেকে তাকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি শুরু করেন। ৮ আগস্ট মঙ্গলবার বেলা ৩টার দিকে বিলের মাঝে গাছের শিকড়ের সাথে লেগে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।জারিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
Discussion about this post