রুপন দত্ত -আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তায় দোকানের মালামাল রেখে অবৈধভাবে সড়ক দখল করায় ৩ দোকানিকে ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রধান করা হয়েছে।
সোমবার (৭ আগষ্ট ) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অর্থদণ্ড প্রধান করা হয়।
অভিযানের বিষয়ে তিনি বলেন, দোকানে মালামাল রেখে সড়ক দখল করায় যানজটসহ যাতায়তে অসুবিধা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৩টি মামলায় ৩ দোকদনিকে ১১হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
Discussion about this post