আনোয়ারা প্রতিনিধি :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ।
গতকাল বৃহস্পতিবার ( ৩ আগস্ট) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন তিনি। এসময় তার পরিবারের সদস্যরা তার সফরসঙ্গী ছিলেন।
মাজার জিয়ারত শেষে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নেতৃত্বে আমরা আনোয়ারা উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলেছি। সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য একটি জনপদ গড়তে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল। সরকারের উন্নয়নের অংশ হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নেতৃত্বে আনোয়ারা উপজেলার ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা কর্ণফুলী উপজেলার সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে।
Discussion about this post