শংকর কান্তি দাশ :বিশ্ব সৎসঙ্গের প্রাণ পুরুষ, সনাতন ধর্মের কলির কল্কি অবতার যুগপুরুষোত্তম্ পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের লীলা সঙ্গীনি পরমাধ্য জগৎজননী শ্রীশ্রীবড়মার ১৩০ তম শুভ আবির্ভাব দিবস ও সৎসঙ্গ বিহার চট্টগ্রামের ১৩ তম প্রতিষ্টা বার্ষিকী ৩১ জুলাই সোমবার দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানের মধ্যে দিয়ে সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে। সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সভাপতি সহ-প্রতি ঋত্বিক তিমির কান্তি সেনের সভাপতিত্বে ও সাংবাদিক শংকর কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নগর পিতা বীর মুক্তি যোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরী এসময় প্রধান অথিতির বক্তব্য তিনি বলেন সাম্প্রদায়িকমুক্ত বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সাথে সম্প্রিতি শক্ত করতে হবে। বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তি পূর্ণ্য ভাবে পালন করে যাচ্ছে। এটা হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানের অসাম্প্রদায়িক রাষ্ট্রের মুলনীতির সুফল।এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পিয়ারুল ইসলাম, মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্তসহ পাঞ্জাধারী কর্মী বৃন্দ। অনুষ্টান সুচিতে ছিল উষা কির্তন, প্রাতকালীন বিনতী প্রার্থনা, সৎগ্রন্ত পাঠ, নাম সংকির্তন, সংগীতান্জলী, মাতৃ-সম্মেলন, লীলা কির্তন, সৎ নামে দীক্ষাদান, ভান্ডারা প্রসাদ বিতরণ, সাধারন সভা, বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, সন্ধাকালীন বিনতী প্রার্থনা ও বিশেষ সৎসঙ্গ। জেলার প্রতিটি উপজেলা হতে হাজার হাজার ভক্তের পদ চারণায় মূখরিত ছিল সৎসঙ্গ বিহার চট্টগ্রাম।
Discussion about this post