আনোয়ারা প্রতিনিধি:আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের ১০ জন বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়েছে।
এতে মো: নুরচ্ছফাকে সভাপতি, এম নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবু সুলতান মানিককে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়।
সোমবার (৩১ জুলাই) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে মোহাম্মদ শওকত ওসমান, প্রণতোষ দত্ত, আবদুল্লাহ আল হারুন,রণধীর দত্ত,এ কিউ এম সাইফুল্লাহ খান চৌধুরী, মোঃ রফিক চৌধুরী কে সহ সভাপতি, এসকান্দর হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে মনোনীত কমিটি আংশিক ঘোষণা করা হলো ।
Discussion about this post