আনোয়ারা প্রতিনিধি : অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের আনোয়ারাতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে আনোয়ারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এ সময় তিনি বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশকে ধ্বংস করতে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন চিন্তা নাই, আমার মাটি আছে, আমার কৃষক আছে। আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই মটিতে ফসল উৎপাদন করে বিশ্বের দরবারে বাংলাদেশকে রোল মডেল হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছে। তার দাবীদার কিন্তু কৃষকেরা।তিনি বলেন, কৃষির উন্নয়নকে আরো গতিশীল করতে নতুনত্ব ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে শ্রম, সময় ও অর্থ সাশ্রয়ে কৃষকেরা লাভবান হওয়ার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। সরকার কৃষিতে সর্বোচ্চ ভুর্তকি দিচ্ছে। সরকার প্রদত্ত সুযোগ সুবিধাগুলো যথাযথ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইশতিয়াক ইমনের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার রমজান আলীর সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশিদুল ইসলাম, মেরিন ফিসারিজ অফিসার মোঃ হুজ্জাতুল ইসলাম, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ টি স্টল মেলায় অংশ নেন।
Discussion about this post