আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারায় অকাল প্রয়াত পত্রিকা হকার সুজন পালের পাশে দাড়িয়েছে সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন নামে একটি সংগঠন। তারা গতকাল তার পরিবারের নামে আড়াই লক্ষ টাকার একটি এফডিআর করে দিয়েছেন স্থানীয় পূবালী ব্যাংক শাখায়। এর আগে তারা আরো ৩২ হাজার টাকার একটি লোন পরিশোধ করে দেয় এবং নগদ আটারো হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেন।এফডিআর এর টাকাটা প্রবাসী সুমন অধিকারী তার নিজ তহবিল থেকে দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, জুয়েল আইচ, সবুজ দাশগুপ্ত, তুর্য দাশ সহ সংগঠনের অনেকে।
Discussion about this post