আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারায় শরীফ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।মৃত শরীফ ঐ এলাকার মৃত দুদু মিয়ার ছেলে বলে জানায় স্থানীয়রা।
শনিবার (২২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এক সবজি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী খোরশিদা বেগম জানান, দুপুরে প্রতিবেশি হারুনের বাড়িতে সবজি বাগানে সবজি উঠানোর কাজে যায়। কিন্তু রাত সাড়ে ১০টায় পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকে তারা। পরে রাত ১১ টার দিকে হারুনের সবজি বাগানে মৃত অবস্থায় তার স্বামীর লাশ পাওয়া যায়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) সোহেল আহমেদ জানান, লাশ ময়না তদন্তের জন্য মগে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Discussion about this post