আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা এক হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের বরুমচড়া পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরুমচড়া ভরাচর এলাকার সেনোয়ারা বেগম (২৭) ও আইরমঙ্গল এলাকার নুর হোসেন (২৭)।
জানা গেছে, আটক সেনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও মাদক নিয়ে তিনি আটক হয়েছিলেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Discussion about this post