আনোয়ারা প্রতিনিধি :ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আঃ লীগ সরকারের উন্নয়নের কথা মুখে বলতে হবে না৷ সরকারের উন্নয়ন সকলের চোখে দৃশ্যমান। যারা বিগত কয়েকবছর আগে বিদেশে গেছে তারা এখন এসে আনোয়ারা চিনতে পারবে না৷ আনোয়ারার অনেক এলাকা শহরের চেয়েও উন্নত।
শুক্রবার আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন হাজী বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্য তিনি মন্তব্য করেন।
ভূমিমন্ত্রী সমাজে প্রচলিত পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, যতক্ষণ বিপদ থাকে ততক্ষণ মানুষ ভালো হওয়ার অভিনয় করে। যখনই বিপদ চলে যায় তখন ছদ্মবেশী খারাপ লোকেরা আবারও নিজেদের আপনরূপে ফিরে আসে। মানুষের জায়গা দখল করতে লেগে পড়ে আবারও। ভূমিমন্ত্রী এ সমস্ত লোকদের বিষয়ে হুশিয়ারি দিয়ে সামাজিকভাবে বয়কট করার জন্য অাহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলমগীর চৌধুরী, আনোয়ারা সার্কেলের এএসপি কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, অানোয়ারা থানার ওসি সোহেল আহমেদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক সগির আজাদ, আবদুল মালেক, মোহাম্মদ সাহাবুদ্দিন, বারশত ইউপি চেয়্যারমান এম এ কাইয়ুম শাহ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নোমান, হাইলধর ইউনিয়ন আঃ লীগের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম প্রমুখ।
Discussion about this post