মোহাম্মদ ওমরফারুক : চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা রাউলিবাগ এলাকার যৌথ উদ্বেগে হিজরী নববর্ষ ১৪৪৫ সন পালন করা হয়েছে। রাউলিবাগ এলাকাবাসীর আয়োজনে ২১ জুলাই শুক্রবার জুমার নামাজের পর হযরত মাওলানা আবুল কাশেম শাহ রাযিআল্লাহু মাজার মাঠ প্রাঙ্গণ থেকে ১৪৪৫ হিজরী নববর্ষ উপলক্ষে স্বাগত র্যালী বের করা হয় স্বাগত র্যালীটি নিয়ে সাতঘাটিয়া পুকুরপাড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতঘাটিয়াপুকুর পাড়ে এসে জমায়াত হয় এরপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে মাওলানা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলাচনা সভা ও দোয়া মাহফিল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ জনাব নুরুল আফসার চৌধুরী, রাউলিবাগ পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন আনসারী, রাউলী বাগ বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ নুর আল কাদেরী, মাওলানা কামরুদ্দিন নূরী, মোহাম্মদ নাজিম উদ্দিন সওদাগর, মোঃ জাহাঙ্গীর সওদাগর, আব্দুল মোতালেব, হাজী নুরুল ইসলাম, প্রবাসী মোহাম্মদ বোরহান উদ্দিন, প্রবাসী নওশামিয়া, প্রবাসী সাদেক সোহেল, নাসিম, রুবেল খোরশেদ ইমরান, মাস্টার মামুন, প্রবাসী মইনুদ্দিন, নাছির, আলমগীর, রাসেল, প্রমুখ।
Discussion about this post