প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলার জুলধা ০১ নং ওয়ার্ডের ডাঙ্গারচর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি দফতরের কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একই সাথে প্রধানমন্ত্রী হবিগঞ্জের জুলদায় বিবিয়ানা-৩ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র,নারায়ণগঞ্জে মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, বাগেরহাটে মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, উৎপানের চেয়ে অনেক কম মূল্য সরকার গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে, কাজেই ব্যবহারে সাশ্রয়ী হলে আরও বেশি সংখ্যক জনগণকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হবে।
উল্লেখ্য, এর্কন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস ইউনিট-২ লিমিটেড জুলধা ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে।
Discussion about this post