মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালের জাতীয় মৎস্য পদকের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।আগামী ২৫ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন।তথ্যটি নিশ্চিত করেছেন, চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির । তিনি জানান, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরীর কাছে চিঠি হস্তান্তর করা হয়েছে। মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় মৎস্য পুরস্কার ২০২৩ এর জন্য তিনি মনোনীত হয়েছেন । এ ব্যাপারে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী বলেন, জাতীয় পর্যায়ে মৎস্য পুরস্কার পাওয়ায় আমি গর্বিত। মৎস চাষের জাতীয় পুরস্কার পাওয়ায় পুরো চন্দনাইশবাসী মৎস্য চাষে উৎসাহিত হবে বলে আমি মনে করি।
Discussion about this post