আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
১৯ শে জুলাই (বুধবার) সকাল ১০ টায় মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় টাইব্রেকার ৩-১ গোলে বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপর ফাইনাল খেলায় বৈরাগ আমান উল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মধ্যম গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফাইনাল খেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়ার আলী, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, এসময় আরো উপস্থিত ছিলেন মেরিন একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি হামিদুর হকসহ বৈরাগ ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ।
Discussion about this post