আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭নং সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান- ১ ও ১ নং ওয়ার্ড সদস্য মিন্টু শীল (বি এ)।
গতকাল (১৮ জুলাই ) মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সদস্য ও ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মিন্টু শীল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণ করেন।
আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব চিকিৎসার জন্য সংক্ষিপ্ত সফরে ভারত যাচ্ছেন। ।তার সফর কালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মিন্টু শীল।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিন্টু শীল বলেন, সদর ইউনিয়নবাসীর সহযোগীতার মাধ্যমে আমি যেন এই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।তিনি সকলের কাছে আশিরবাদ, দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিন্টু শীল সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড থেকে পরপর তিনবার সদস্য নির্বাচিত হয়েছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সদর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Discussion about this post