আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে বাজারজাত করার দায়ে বিভিন্ন প্রজাতির ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করা হয়।
পরে জব্দকৃত মাছ থেকে ১শ কেজি পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয় এবং বাকি মাছ ১লক্ষ ৯৪হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এবং এসব মাছবাহী ট্রাক চালকদের মধ্যে ৪জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারায় ৫হাজারটা করে ২০ হাজার টাকা এবং ১জনকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশিদুল হক, মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম ও অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।
Discussion about this post