আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারার ৮নং চাতরী ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর খেলার উদ্ভোধন করা হয়েছে।
আজ সোমবার (১৭জুলাই) সকাল সাড়ে ১০টায় সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রন্জন ভট্টাচার্য, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, আনোয়ারা প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ মনসুর, ৭নং সিংহরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ খান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কিউ এম সাইফুল্লাহ খান চৌধুরী, , ৭নং সিংহরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাতা সদস্য ডাক্তার লিটন মল্লিক, অভিভাবক শিবু বর্ধন, প্রধান শিক্ষকদের মধ্যে নিলাম তবির,রুপন কান্তি শীল,কনিকা চৌধুরী, আয়শা সিদ্দিকা,বীণা চৌধুরী, স্বপ্না মল্লিক, শাহনাজ বেগম, মিতা দে,ঝর্না চক্রবর্ত্তী, আমেনা বেগম প্রমুখ।
উদ্ভোধনী খেলায় সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়,বেলচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহতর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেন।
Discussion about this post