আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অবৈধ আহরণ করা সামুদ্রিক মাছ বাজারজাত করায় বিভিন্ন প্রজাতির ১০ মণ মাছ জব্দ করা হয়েছে।এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এক ট্রাক চালককে।
রোববার (১৬ জুলাই ) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা মাছের কিছু এতিমখানায় এবং কিছু নিলামে বিক্রি করা হয়েছে বলে জানান আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।
এ বিষয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার খবর পেয়ে অভিযান চালিয়ে ১০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দসহ মাছ পরিবহনের দায়ে ট্রাক চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম
Discussion about this post