আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের সাতকানিয়ায় বোনের বাড়িতে গিয়েছিলেন আনোয়ারার মিশু পাল (২৫)। তবে শুক্রবার বোনের বাড়ি থেকে কাউকে না বলেই বেরিয়ে যায় সে। পরবর্তীতে শনিবার (১৫ জুলাই) সকালে সাতকানিয়া উপজেলার ছদাহা শিশুতল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
জানা যায়, মিশু পাল আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ২নং গুজরা ওয়ার্ডের রাধারাম পালের বাড়ির শিশির পালের একমাত্র ছেলে।
ঘটনার বিষয়ে নিহতের পিতা শিশির পাল জানান, কয়েকদিন আগে বোনের বাড়িতে বেড়াতে যায় আমার ছেলে। তারপর কাউকে না বলে বোনের ঘর থেকে বেরিয়ে যায় সে। আজ সকালে খবর পাই আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমার ছেলেটা খুব সহজ সরল ছিলো। জানিনা তার কি হয়েছে। তবে আমার সন্দেহ আমার ছেলেকে হত্যা করা হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে তার মা দিশেহারা হয়ে গেছে।
ঘটনার বিষয়ে সাতকানিয়া ছদাহা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলামিন জানান, সকালে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মিশুর মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Discussion about this post