আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারায় বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ জুলাই) আনোয়ারার যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
যুগান্তরের আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশের সভাপতিত্বে সাংবাদিক এনামুল হক নাবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত।
অসময় অন্যান্যদের মধ্যে ট্রাফিক পুলিশ সার্জন হাফিজুর রহমানসহ আনোয়ারায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Discussion about this post