মোহাম্মদ ওমরফারুক- চন্দনাইশ:
চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ সেতারা (৩০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। বুধবার ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার সময় চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী মারসা বাসে অভিযান চালিয়ে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে টাইট পলিপ্যাকের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
আটককৃত সেতারা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্প (বি-ব্লক, রুম নং-৩২৩) এর মৃত আব্দুস শুক্কুরের মেয়ে। ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post