মোহাম্মদ ওমরফারুক- চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ তিনজন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে চন্দনাইশ উপজেলার ১০নং ধোপাছড়ির দুর্গম এলাকায় চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের আটক করে।আটককৃতরা হল পশ্চিম ধোপাছড়ির কিলিরাম ত্রিপুরা, একই এলাকার যেহেল ত্রিপুরা, বিক্রমপুরা পাড়ার সুভাষ ত্রিপুরা।এসময় আটককৃত আসামিদের কাছ থেকে এক নলা বন্ধুক ধামা, চাপাতি উদ্ধার করা হয়েছে।এর আগে ৮ জুলাই শনিবার দুপুর তিনটার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের এক সহযোগীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হয়।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুর্গম এলাকার সুযোগ নিয়ে পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠী অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে গা ঢাকা দিত৷ তাদের ধরতে পুলিশের নজরদারি অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য জানা যাবে।
Discussion about this post